“কোনদিন এত বুড়ো হবোনাকো আমি
হাসি ঠাট্টারে যবে ক’ব ছ্যাবলামী”
সকল প্যারোডিই যে নির্মল হাস্যরসের তা নয়, এমন অনেক প্যারোডি আমরা পাই বাংলা সাহিত্যে যা তৎকালীন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় বৈষম্য অসামঞ্জস্য অধঃপতনকে humour এর মোড়কে বেঁধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ব্যঙ্গ বিদ্রুপ ছলে। যা পড়ে পাঠক প্রথমে হাসবেন, তারপরে ভাবতেও বসবেন, যা নাড়িয়ে দেবে তার চেতনা। ত্রুটি-বিচ্যুতিতে আঘাত হানা ব্যাঙ্গের তীরে বিদ্ধ করে। তবে আঘাতটি যেন হাস্যরসের মলমের আড়ালে প্রচ্ছন্ন ভাবে থাকে। তীব্রভাবে প্রকট আঘাত প্যারোডির গোত্রে পড়ে না বলেই সাহিত্য সমালোচকরা মনে করেন।
সঞ্জাত এবার ইতিহাসের মোড়কে নাচে গানে গল্পে আসর জমাতে চায় আপনাদের সঙ্গী করে। চলে আসুন ১৩ই মে, শনিবার, শ্রীরাম সেন্টর অডিটোরিয়ামে ঠিক সন্ধ্যে ৭টায়।